Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসুমের প্রথম একক অ্যালবাম তুমিহীনা

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রকাশ হয়েছে উদীয়মান সংগীতশিল্পী মাসুমের প্রথম একক অ্যালবাম তুমিহীনা। সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটিতে মাসুমের সহশিল্পী হিসেবে গান করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা এবং মিতা মল্লিক। গান লিখেছেন এইচ এম রিপন ও শিল্পী নিজেই। গানগুলোর সুর করেছেন কলকাতার আকাশ সেন এবং বাংলাদেশের অমিত চ্যাটর্জী ও মাসুম। সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটর্জী, সাজেদুর সাহেদ, রেজওয়ান শেখ। অ্যালবামটির প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক। সিডি চয়েসের কর্ণধার এমদাদ সুমন বলেন, অ্যালবামটি নিয়ে আমি খুবই আশাবাদী। গান গুলো খুবই চমৎকার হয়েছে। আমার বিশ্বাস অ্যালবামটির কিছু গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। নতুন শিল্পী হিসেবে মাসুমকে মনে রাখবেন শ্রোতারা। শিল্পী মাসুম বলেন, অনেক কষ্ট ও অপেক্ষার ফল তুমিহীনা। প্রতিটি গান দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন ধাঁচের গান দিয়ে সাজানো অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা আমার। সংগীতে অনেকদূর যাবার স্বপ্ন নিয়ে আমার প্রথম এককটির যাত্রা করলাম। শিঘ্রই অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ