Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বোধনের দুই বছরেই সেতুর মাঝে ফাটল

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নির্মাণের আড়াই বছর যেতে না যেতেই প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের-কাজিপুর-ধুনট সড়কের ২৯তম কিলোমিটার এ পাইকরতলীতে সেতুর মাঝখানে ফাটল ও গাইডওয়ালে ধস নেমেছে। গত ১৮মে বৃষ্টিতে সড়কের ঠিক মাঝ বরাবর ফাটল ও দক্ষিণ পঞ্চিম পাশের গাইড ওয়ালের প্রায় ৬ মিটার অংশে ধস নেমেছে। এছাড়া উদ্বোধনের পরপরই দুই পার্শ্বের চেইনেজ এবরো থেবরো থাকায় গাড়ি চলাচলে ঝাকুনির সৃষ্টি হত বলে গাড়ি চালকদের অভিযোগ। প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটির নির্মাণের মাত্র আড়াই বছরের মাথায় সেতুর এমন ধসের ফলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের তত্ত¡াবধানে ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২০১১ সালের জুলাই মাসে এই সেতু এবং সেতুর সংলগ্ন কাজ উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় নির্মাণ কাজের উদ্বোধন করেন। কাজটি পান কাজিপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল এন্ড ব্রাদার্স এর সত্ত¡াধিকারী নাজমুল হক। যমুনা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে শুধু বালি এনে সেতুর নির্মাণস্থল গভীর দহ (খাদ) ভরাট করা হয়। তখন শুধু রাস্তার অংশটি বালি দ্বারা ভরাট করা হয়। আর তার দু’পাশের অনেক গভীর দহ পূরণ না করেই সেতুর মূল কাজ শুরু করে। এর ফলে সেতুর স্থায়িত্ব নিয়ে জনমনে নান প্রশ্নের সৃষ্টি হয়েছে। উদ্বোধনের আগেও একবার এই সেতুতে ফাটল দেখা দিয়েছিল, যা পরে জোরাতালি দিয়ে মেরামত করা হয়। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ২২ জুন ২০১৪ সালে সেতুটির উদ্বোধন করেন। তখনো সেতুর অনেক কাজই বাকি ছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার বৃষ্টিতে নতুন করে সেতুর মাঝ বরাবরা ও পঞ্চিম-দক্ষিণ পাশ্বের গাইডওয়ালে ধস নামার ঘটনা ঘটলো। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই সেতু নির্মাণে শুধু বালির ব্যবহার করা, গভীর খাদ (দহ) পূরণ না করেই কাজ করা, নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকে সেতুর মাঝ বরাবর ভেঙ্গে যাওয়া ও গাইডওয়াল ধসের কারণ হিসেবে বর্ণনা করেছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী হাজী নাজমুল হক অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক বড় বড় কাজেও এমন ঘটনা ঘটে।



 

Show all comments
  • ২৯ মে, ২০১৭, ১০:১৬ পিএম says : 0
    ঐ জায়গাটার নাম পাইকরতলী না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ