Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে মা-মেয়েকে নির্যাতনের পর ধর্ষণ চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : পূর্ব শক্রতার জের ধরে ঢাকার সাভারে মা-মেয়েকে মারধরের পর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে একদল বখাটে যুবক। পরে তাদের চিৎকারে লোকজন বেরিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। আহত মিনু আক্তার (৫০) ও তার মেয়ে রোজিনা আক্তারকে (২৫) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। সোমবার মধ্যরাতে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত মিনুর বড় ছেলে মো: মিন্টু জানায়, প্রায় দুই সপ্তাহ আগে বক্তারপুর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আলীর ভাড়া নেয়া বাড়ি থেকে আমাদের দুটি মুঠফোন চুরি হয়ে যায়। তখন ওই এলাকার বখাটে যুবক আজিজুলকে বাড়ির সামনে ঘুরতে দেখে সন্দেহ হলে তাকে ফোন চুরির বিষটি জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ওই রাতে আজিজুল তার লোকজন নিয়ে এসে আমাদের মারধর করে। এ ঘটনায় আমরা সাভার মডেল থানায় একটি সাধারন ডাইরী করি। এবং বিষয়টি এলাকায় সালীশির মাধ্যমে মিমাংসার কথা ছিল। সোমবার সালিশী বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে রাতে এলাকার বখাটে যুবক আজিজুল, নজরুল, সুলতান, আমিরসহ আরো ১৫/২০জন বাড়িতে এসে হামলা চালিয়ে ভাঙচুরও লুটপাট করে। মারধর করে মা-বোনকে। তিনি আরো জানান, আমার মাকে একটি ঘরে আটকে রেখে বোনকে ধর্ষনের চেষ্টা করে তারা। পরে মা-বোনের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে ধর্ষনের চেষ্টা করা হয়নি। শুধু ধস্তাধস্তিতে জামা-কাপড় ছিড়ে গেছে। বিষটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হবে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান। তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসাধীন রোজিনা আক্তার বলেন, তাকে ধর্ষনের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ