রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জে ছাত্রকে বেধড়ক মারপিট করায় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র জয় মন্ডলকে (১৫) এক শিক্ষক বেধড়ক মারপিটি করে অজ্ঞান করার ঘটনায় বিদ্যালয় পরিচালনা পরিষদ জরুরী সভা করে অভিযুক্ত শিক্ষক সমির রঞ্জন হালদারকে সাময়িক বরখান্ত করে ৭ দিনের মথ্যে কারোন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এ সময় অভিযুক্ত শিক্ষক সমির রঞ্জন হালদার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আহত জয় মন্ডল উপজেলার পশুরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দম্পতি বিমল মন্ডলের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, অভিযুক্ত সমির রঞ্চন ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ফারহা ও ললিতা (ছদ্ধ নাম) নামের দুই ছাত্রীকে দিয়ে ভুল বুঝিয়ে ইভটিজিং এর যে একটা অভিযোগ দায়েরের জন্য ছাত্রীদের বাড়ী বাড়ী যেয়ে সাদা কাগজ ও কম্পিউটার কম্পোজ করা কাগজে স্বাক্ষর আনা কাগজ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের কাছে জব্দ করা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।