রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : প্রথমবারের মতো ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মনের সভাপতিত্বে ইউপি সচিব রিজিওয়ানা মুস্তারী বর্ণা ১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। আগামী অর্থ বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতি ও খেলাখুলার উপড় গুরুত্ব দিয়ে ৬৮ লাখ ৮২ হাজার ৬৭৪ টাকার বাজেট ঘোষনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ। অন্যানের মধ্যে ডিস্টিক ফেসিলেটর কামরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝাঁ, হোসনে আরা হকসহ অন্যান্য জনপ্রতিনিধি, শুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সদর উপজেলায় আরো ২টি ইউনিয়ন নতুন বাড়ানো হয় বলেই প্রথম বারের মতো এই ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।