Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জের ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ৩:৩৭ পিএম

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : মাদক মামলায় তিনজনকে ফাঁসানোর পাশাপাশি জমি দখলে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ওসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে।
জেলার পুলিশ সুপার মঈনুল হক জানান, আজ দুপুরে ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ, পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ও এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সানারপাড় এলাকার মোহাম্মদ হোসেন আলী সাউদের বিধবা মেয়ে আসমা বেগম। তার অভিযোগ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাদের ৪৯ দশমিক ৫০ শতাংশ জমির একাংশ জোরপূর্বক দখল করে নেন সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে সাকিব বিন মাহমুদ ও মো. মহসিন এবং নূর মোহাম্মদের ছেলে মনির। তাদেরকে ওই তিন পুলিশ কর্মকর্তা সহযোগিতা করার পাশাপাশি আসমাকে হুমকি দিয়ে থানা থেকে বের করে দেন বলেও তার অভিযোগ।

আসমার ছোট ভাই মোহাম্মদ আলী (৩৫), কর্মচারী মো. ওমর ফারুক ও ইমরানকে মাদক মামলায় ফাঁসানো হয় বলেও আসমার অভিযোগ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ সুপার মঈনুল বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। “ওসি সরাফত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি দখল, নিরীহ মানুষদের হয়রানিসহ নানা অভিযোগ পুলিশ সুপারের কার্যালয়ে জমা পড়েছে। সেগুলো তদন্ত করা হচ্ছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ