Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে চট্টগ্রামে বিনিয়োগের আহবান

চসিক মেয়রের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাত

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে গতকাল (সোমবার) নগরভবনে মেয়র দপ্তরে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে হাইকমিশনার এ প্রথম তার চট্টগ্রাম সফর উল্লেখ করে বলেন, চট্টগ্রাম বাংলাদেশ তথা এ অঞ্চলের প্রধান সমুদ্র বন্দর। যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এখানের জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কেও তার জানা আছে। তিনি এ শিল্পের ভবিষ্যত সম্ভাবনা ও বিশ্ব বাণিজ্যে এ শিল্পের ভূমিকা সম্পর্কে মেয়রকে অবহিত করেন।
সাক্ষাতে মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দরনগরী ও বাণিজ্যিক এলাকা। এ চট্টগ্রাম দেশের অর্থনীতির হৃদপিন্ড। মেয়র অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে চট্টগ্রামে ব্যাপকভাবে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে পানিবদ্ধতার সমস্যাসহ নানাবিধ সমস্যা বিদ্যমান। চেষ্টা হচ্ছে চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে রূপান্তর করার। সে লক্ষে কর্মকান্ড পরিচালিত হচ্ছে। মেয়র অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেটকে চট্টগ্রামে আসায় সাধুবাদ জানান। মেয়র হাইকমিশনারকে সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, সিটি মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ