Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শকুন অবমুক্ত টেকনাফ ন্যাচার পার্কে

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : টেকনাফ পৌরসভার খায়ুকখালীপাড়া বাঁশ গুদাম থেকে উদ্ধার পাওয়া ক্ষুধার্ত ও দুর্বল একটি শকুন অবমুক্ত করা হয় টেকনাফ ন্যাচার পার্কে। গত রবিবার বন বিভাগ শকুনটি উদ্ধার করে এবং দুপুরে ন্যাচার পার্কে অবমুক্ত করে। এতে মানুষের হাতে ধরা পড়া শকুনটি যেন ফিরে পেল তার আপন নীড়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ বিটের বন বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন পৌরসভার খায়ুকখালী পাড়ার বাঁশের গুদামে স্থানীয় লোকজন শকুনটি দেখতে পেয়ে আটকে রাখে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা শকুনটি উদ্ধার করে দমদমিয়া ন্যাচার পার্কে সেন্টারে নিয়ে যান। শকুনটি ক্ষুধার্ত ও দুর্বল থাকায় উড়তে পারছিলনা। শকুনটিকে খাবার হিসেবে গরুর গোস্ত দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা শকুনটির সেবা-যতœ করার পর দুপুর ১২টার দিকে দমদমিয়া ন্যাচার পার্কে শকুনটি অবমুক্ত করা হয়। শকুন অবমুক্ত করাকালে হ্নীলার বিট কর্মকর্তা, সংবাদ মাধ্যমের কর্মীরা এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
জানাগেছে, এ জাতের শকুন সচরাচর এখন দেখা যায় না। বাংলাদেশে নাকি এ জাতের শকুন বিপন্নের তালিকায় রয়েছে। তী² দৃষ্টির শিকারি পাখি হিসেবে সুন্দর প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণে শকুনের ভূমিকা অপরিসীম। মৃত প্রাণীর দেহ ও আবর্জনা খেয়ে বেচেঁ থাকে বর্জ্যভূক এই প্রাণী। জীব বিজ্ঞানীদের মতে পৃথিবীতে ২৩ প্রজাতি শকুন রয়েছে। বাংলাদেশে শুধু ছয় প্রজাতির শকুনের মধ্যে বাংলা শকুনটিই কোনো মতে টিকে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ