বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : পাঁচ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আসাদুর রহমান সৈকতের। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতাঁরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শেণির ছাত্র। গত ১৮ মে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। তার মুক্তির জন্য একটি প্রতারক চক্র দশ লক্ষ টাকার মুক্তিপন দাবী করেছে বলে জানান তার পরিবার। এ ব্যাপারে সৈকতের বাবা মোঃ হানিফ উদ্দিন ঘাটাইল থানায় একটি জিডি করা করেছেন ।
ঘাটাইল থানার পুলিশ ও সৈকতের বাবা-মা জানান, গত ১৮ মে প্রতিদিনের ন্যায় সকালে নিজ বাড়ি চানতার হতে বিদ্যালয়ে যায়। স্কুল ছুটি হওয়ার পরেও এই দিন সৈকত আর বাড়ি ফিরেনি। বাড়ি ফিরে না আসায় আতœীয়-স্বজনেরা বিভিন্ন জায়গায় বাড়িতে খোজাঁ-খুজি করে। কিন্তু কোথাও সৈকতের সন্ধান মিলেনি। নিখোঁজের তিন দিন পর গত শনিবার ০১৯৯৫৩৫৩২৬৪ নম্বর থেকে অপহৃত সৈকতকে মুক্তির জন্য তার মায়ের নিকট একটি প্রতারক চক্র দশ লক্ষ টাকার মুক্তিপন দাবী করেছে বলে জানান সৈকতের মা আছিয়া বেগম। এ অবস্থায় শিশু সৈকতকে সুপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে ধারনা তার পরিবারের। এ ব্যাপারে সৈকতের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম জানান, ঘটনার দিন সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। নিখোঁজের সংবাদটি শোনে আমরা মর্মাহত হয়েছি। নিখোঁজের ঘটনায় গত শনিবার ঘাটাইল থানায় একটি জিডি করেছেন তার বাবা। তার বাবা আরো জানান,বিষয়টি র্যাব-১২ টাঙ্গাইলকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোঃ মহি উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।