বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে দেশের অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আদালত বসার সময়ের উল্লেখ করে বলা হয়, রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের কোর্টের সময় সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। এছাড়া রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়।
এছাড়াও রমজান উপলক্ষে হাইকোর্ট বিভাগেও রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ৩টা পযন্ত, মাঝখানে দুপুর ৪৫ মিনিট জোহর নামাযের বিরতি দেয়া হয়েছে। এছাড়া রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা ১৫মিনিটি থেকে থেকে সাড়ে ৩টা পযন্ত অফিসের সময় সূচি নির্ধারণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।