বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জের এক গৃহবধূর নির্যাতনের শিকার হয়েছেন তার স্বামী। একের পর এক মামলার জালে আটকে ডিভোর্স দিয়েও রেহাই মেলেনি। এমনই অভিযোগ পাওয়া গেছে উপজেলার সদর ইউনিয়নের টেকদাসের দিয়া গ্রামে। নির্যাতনের শিকার স্বামী দেওয়ান আব্দুল লতিফ জানান, ২০০১ইং সনে কালীগঞ্জ থানার জামালপুর এলাকার মাহবুবাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে মারিয়া (৯) ও মারুফ (১৪) নামের দুটি সন্তান হয়। জীবিকার তাগিদে দেওয়ার লতিফ মালেশিয়া প্রবাসী হিসেবে চলে যাওয়ার পর তার স্ত্রীর নামে পাঠানো টাকা আত্মসাৎ করে। এছাড়াও সংসারে মনোনিবেশ না করে বিদেশ থেকে পাঠানো অর্থ তার মামাতো ভাই রফিকের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেয়। এমনকি রফিকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে জানায় দেওয়ান লতিফ। দেশে এসে এসব কারণ জিজ্ঞাসা করলে স্ত্রী মাহবুবা তার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে তালাক দিতে গেলে গ্রামবাসী বাঁধা দেয় দেওয়ান লতিফকে। পরে নারায়ণগঞ্জ আদালতে গিয়ে তালাক পত্র দেখিয়ে স্ত্রী মাহবুবাকে বাড়ি থেকে বের করে দেয়। পুনরায় স্ত্রী মাহবুবা বেগম আরো একটি নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করে বেড়ায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে ও রূপগঞ্জ থানায় পৃথকভাবে পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবা বেগম বলেন, তার স্বামীই তাকে যৌতুকের দাবিতে নির্যাতন করেছে। আমি আইনি আশ্রয় নিয়েছি মাত্র। আমার দুটি সন্তানের দিকে চেয়ে এখনো সংসারে বহাল থাকার জন্য চেষ্টা করছেন বলে জানান তিনি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একাধিক অভিযোগ পেয়েছি। পারিবারিক ভুলবুঝাবুঝিতে এমনটা ঘটেছে। উভয়ের দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।