Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মসমর্পণকারী ২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা : ৩ জনকে মুক্তি

র‌্যাব-১১’র নরসিংদী অভিযান

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম



সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর গাবতলী উত্তরপাড়ার অভিযানে র‌্যাব-১১’র নিকট আত্মসমর্পণকারী সন্দেহভাজন ৫ তরুণের মধ্যে সালাহ উদ্দিন ও আবু জাফর নামে ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১’র ইন্সপেক্টর আব্দুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনে নরসিংদী সদর মডেল থানায় এই মামলা দায়ের করেছেন। নরসিংদী থানার মামলা নং ৫৯(৫)২০১৭। র‌্যাব-১১’র ইন্সপেক্টর আব্দুর রহমান দায়েরকৃত মামলাটি তদন্ত করবেন বলে জানা গেছে। আত্মসমর্পণকারী মশিউর রহমান, বাছিরুল ইসলাম ও মাসুদুর রহমান নামে ৩ তরুণের বিরুদ্ধে কোন প্রকার জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় র‌্যাব তাদেরকে আত্মীয়-স্বজনের কাছে ফিরিয়ে দিয়েছে। নরসিংদী সদর থানার কর্তব্যরত অফিসার এএসআই হামিদুল ইসলাম সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে র‌্যাবের এই অভিযান নিয়ে এলাকার জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযানের সফলতা-বিফলতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। র‌্যাবের অভিযান তথা গত শনিবার বিকেল ৪ টা থেকে রোববার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত র‌্যাবের সশস্ত্র ঘেরাও অভিযানের সাজ সাজ ধরন দেখে এলাকার কিছু মানুষ ধারণা করেছিল বাড়ীটিতে বড় ধরনের জঙ্গি গ্রæপ লুকিয়ে থাকতে পারে। এবার তারা ধরা পড়বে। র‌্যাবের লক্ষ্য কখনো ব্যর্থ হতে পারে না। র‌্যাব পরিচালিত বেশীরভাগ অভিযানই সঠিক ও সফল হয়েছে। আবার কিছু সংখ্যক মানুষ নিজেরাও নিশ্চিত ছিল যে, এই এলাকায় জঙ্গি আস্তানা গাড়ার কোন সুযোগ নেই। কারণ এলাকাটি একটি সন্দেহজনক এলাকা হিসেবে নরসিংদী পুলিশের ব্যাপক নজরদারী বলবৎ ছিল। গত কয়েক বছরে এ এলাকার নরসিংদী পুলিশ বহুসংখ্যক তল্লাশী অভিযান চালিয়েছে। এলাকা ঘেরাও করে তল্লাশী অভিযান চালিয়ে এ এলাকা থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশী অভিযানের মুখে জামায়াত শিবিরের নেতারা অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাছাড়া এই এলাকা সম্পর্কে সচেতন জনগনেরও ব্যাপক নজরদারী রয়েছে। এছাড়াও অতীতে র‌্যাব একই এলাকায় বহুবার টহল দিয়েছে। পুলিশ ও র‌্যাবের ব্যাপক টহল ও তল্লাশীর কারণে এই এলাকায় কোন জঙ্গি তৎপরতার কথা শুনা যায়নি। এত কড়া নজরদারীর এলাকায় জঙ্গিরা আস্তানা গাড়ার সাহস পাওয়ার কথা নয়। বাড়ীটি ঘেরাও করার পরই ভিতরে অবস্থানরত তরুণরা তাদের মোবাইল ফোনে নিজেদের জঙ্গী সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তারা নিজেরা জঙ্গি নয় বলে দাবি করে তাদেরকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। বাড়ীটিতে সন্তানরা আটকা পড়েছে খবর পেয়ে তাদের পিতা-মাতা আত্মীয়-স্বজনরা এলাকায় এসে তাদেরকে নির্দোষ দাবি করেছে। মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে অনুনয় বিনয় করে তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য কান্নাকাটি করেছে। আত্মীয়-স্বজনদের কান্নার কারণে র‌্যাবসহ প্রায় সকলের মনেই এ ধারনা জন্ম নিয়েছে যে, প্রকৃত পক্ষে বাড়ীতে অবস্থানকারীরা জঙ্গি নাও হতে পারে। পরে আত্মসমর্পণকারী ও তাদের আত্মীয় স্বজনদের মোবাইল যোগাযোগের মাধ্যমেই তারা আত্মসমর্পণের প্রস্তাব দেয়। এ প্রস্তাব গ্রহণ করে র‌্যাব কর্তৃপক্ষ একটি মানবিক ও বুদ্ধিভিত্তিক দায়িত্ব পালন করেছে। আত্মসমর্পনের পর বাড়ীতে তল্লাশী চালিয়ে র‌্যাব কোন প্রকার আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং জঙ্গি সম্পৃক্ততার কোন দালিলিক প্রমানাদী উদ্ধার করতে পারেনি। আত্মসমর্পনের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী জানিয়েছে ১৮ ঘন্টার ঘেরাও অভিযানের সময় এলাকার মানুষের মানসিক শান্তি বিঘিœত হয়। একটি ভীতিকর  অবস্থার মধ্যে তাদেরকে সময় কাটাতে হয়। ঘেরাও’র পর জঙ্গীরা গুলি করতে পারে র‌্যাব পাল্টা গুলি করতে পারে। দুই পক্ষে গোলাগুলি হতে পারে এই ভয়ে আশেপাশের বাড়ীঘরের মানুষ সার্বক্ষণিক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছে। অনেকেই নিজ বাড়ীর বাইরে বের হবার সাহস পায়নি। এলাকার মুরব্বীরা ভয়ে মসজিদে নামাজ পড়তে যেতে পারেনি। দীর্ঘ শাসরুদ্ধকর ঘেরাও অভিযানের পর রক্তপানহীন অবস্থায় অভিযানের সমাপ্তি ঘটায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছে। তারা র‌্যাবের কর্মকর্তাদের সময়োচিত সিদ্ধান্তের কারণে র‌্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অহেতুক রক্তপাতের পথ পরিহার করে আলোচনার পথে অভিযানের সমাপ্তি ঘোষণা করায় র‌্যাবকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি তারা বলেছে র‌্যাব একটি এলিট ফোর্স। তারা তাদের নিজেদের মর্যাদা রক্ষায় সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তারা তাদের নিজেদের মর্যাদা সমূন্নত রাখতে সক্ষম হবে। রাষ্ট্রের ভাবমুর্তি সুরক্ষিত থাকবে এবং জনগনের শান্তি নিশ্চিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ