বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : নরসিংদীর ২৪ লাখ মানুষের জন্য খুলে গেছে বহুল আকাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের দুয়ার। অবারিত হয়ে গেছে নরসিংদীর গণমানুষের জন্য উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। গত রোববার সকালে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (পিইউবি) বোর্ড অব স্টাডিজ’র সভাপতি শিবপুরের এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা শিবপুরের সৃষ্টিগড় গ্রামে পিইউবি’র স্থায়ী ক্যাম্পাস স্থাপিত হয়েছে মর্মে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ড অব স্টাডিজ’র সহ-সভাপতি ডা. মিনহান উদ্দিন আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. শামীমা মান্নান শাহেদ, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আরজু মিয়া, রেজিস্ট্রার মোঃ মোফাক্কের, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের অনারারী ডীন অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান চৌধুরী, প্রভাষক মোঃ শরীফ ইকবাল, সহকারী পরিচালক আবুবকর সিদ্দীক এবং নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক বক্তৃতা করেন প্রমুখ। বর্তমানে পিইউবি’র মূল ক্যাম্পাসে ৫টি অনুষদের অধীনে ৮টি বিভাগে ৪ হাজার ৫০০ শত শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে এবং আরো ৩টি ক্যাম্পাসে অনতিবিলম্বে চালু করা হবে, ব্যবসায় প্রশাসন অনুষদ, অ্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, আইন অনুষদ, কলা অনুষদ এবং সমাজ বিজ্ঞান অনুষদ। খুব কাছাকাছি সময়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হেল্থ সায়েন্স এন্ড বায়ো-ইনফরমেটিক্স, ফুড এন্ড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, মাসকমিউনিকেশন এন্ড জার্নালিজম, ফার্মাসিউটিকেল্স সায়েন্স (ফার্মেসী এন্ড ফার্মাসিউটিকেল টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (এফডিটি), ফিল্ম, টেলিভিশন এন্ড ডিজিটাল মিডিয়া, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল ইন টেক্সটাইলন এন্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়ে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।