Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বাস খাদে পড়ে মা-ছেলে নিহত

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফংলয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের মোহাম্মদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় গ্রামের গৃহবধু শিল্পী আক্তার (৩০) ও তার ছেলে সাদ (১)। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পী আক্তার ও তার ছেলে সাদ নিহত হয়। দুর্ঘটনায় শিল্পী আক্তারের স্বামী আল আমিনসহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ