রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোরেলগঞ্জ (বাগেরহাটে) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র জয় মন্ডল (১৫)-কে ২ শিক্ষক বেধড়ক পিটিয়ে অজ্ঞান করার ঘটনা ঘটেছে। অজ্ঞান ছাত্রের প্রতি সহমর্মিতা প্রদর্শন করায় লাবনী নামের একই ক্লাসের আর ছাত্রীকে বের করে দেয়া হয়। আহত জয় মন্ডল উপজেলার পশুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল মন্ডলের ছেলে। আহত ছাত্র ও লাবনীর অভিভাবকারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত রোববার বিকেলে অভিযোগ করে আহত ছাত্রকে জয় মন্ডলকে সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগে জানা গেছে, দুপুরে ক্লাশ চলাকালীন সময়ে জয়মন্ডল তারই ক্লাশের এক সহপাঠির সাথের তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটি হয়। এ ঘটনায় সহকারী শিক্ষক শিবলী মাহামুদ প্রথমে তাকে বেত দিয়ে মারপিট করে। এ ঘটনা শুনে বিদ্যালয়ের অপর বিএসসি শিক্ষক সমীর রঞ্জন হাওলাদার ছাত্র জয় মন্ডলকে দ্বিতীয় দফায় নির্বিচারে বেত্রাঘাত করতে করতে অজ্ঞান করে ফেলে রাখে। এ অবস্থায় তার সহপাঠি লাবনী আকতার সহমর্মিতা প্রদর্শণ করলে দুই শিক্ষক তার সাথে অপত্তিকর ব্যবহার করে বিদ্যালয় থেকে বের করে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (আদালতে বিচারাধীন) মুছাব কাকা মিয়া জানান, বাবু সমির রঞ্জন হালদার এর পূর্বেও ৫ থেকে ৭ জন ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম হয়েছে। যার মধ্যে একজন এখনও কানে কম শোনেনা। তিনি আরো জানান, তার কাছে প্রাইভেট না পড়ার কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে জয় মন্ডলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মারপিট করেছে। আমি দায়িত্বে থাকাকালীন বাবু সমির রঞ্জনের ৫/৭টি ঘটনা নিষ্পত্তি করেছি। অপরদিকে বাবু সমির রঞ্চন গং ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ফারহা (ছদ্ধ নাম) নামের এক ছাত্রীকে দিয়ে ইভটিজিং এর একটা অভিযোগ দায়ের করার জন্য রোববার রাতেই ওই ছাত্রীর বাড়ীতে গিয়ে সাদা কাগজ ও কম্পিউটার কম্পোজ করা কাগজে স্বাক্ষর এনেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, বেধরক মারপিটে আহত ছাত্রকে আমি দেখে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি এবং ইভটিজিং এর কোন ব্যাপার থাকলে প্রশাসন আছে। আইনকে হাতে নেয়ার অধিকার কোন শিক্ষকের নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।