রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ধনবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক স্কুলছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার ধনবাড়ী থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ধনবাড়ী আমিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পোড়াবাড়ী ছিটপাথালিয়া গ্রামের মৃত আয়াল উদ্দিনের মেয়ে। এ ব্যাপারে ধনবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই মমতাজ খাতুন জানান, গত ১৯ মে শুক্রবার বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ¦বর্তী পাটবওলা গ্রামের ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০) সর্দার পাড়া গ্রামের আলমঙ্গীর হোসেনের বাড়ীতে নিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা আমিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলামকে। ধর্ষিতা স্কুল ছাত্রী ও তার মা আমিনা বেগম জানান, বাবা মারা যাওয়ার পর পার্শ¦বর্তী মাহমুদপুর গ্রামে নানা রজব আলীর বাড়ীতে থেকে মেয়েটি পড়ালেখা করে। পাশের গ্রামের ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০) মেয়েটিকে শুক্রবার ও পরদিন শনিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় রোববার রাতে ধনবাড়ী থানায় মামলা করতে গেলে ধনবাড়ী পৌর শহরের মমিন কাঁচ ঘরের মালিক মমিনুল ইসলাম ওরফে মমিন আপোষ মিমাংশার কথা বলে কৌশলে থানা থেকে তাদের ফেরত নিয়ে যায়। এই ফাঁকে অভিযুক্ত আরিফকে মমিনুল ইসলাম ভাগিয়ে দিয়েছেন। আমরা এর সঠিক বিচার চাই। তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম জানান, স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং মেয়েটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ধনবাড়ী থানার নারী পুলিশ কর্মকর্তা এএসআই মমতাজ খাতুনের হেফাজতে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।