Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নদলের মাইমোড্রামা জাদুর প্রদীপ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ সন্ধ্যা সাতটায় বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর ৩২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘আরব্য রজনী’-র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। মূকাভিনয় আঙ্গিকে নির্মিত পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনাই মাইমোড্রামা বা মূকনাট্য। বাংলাদেশের নাট্যচর্চায় এটি একটি অসীম সম্ভাবনাময় কিন্তু প্রচন্ডভাবে অবহেলিত ক্ষেত্র। দেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মাইমোড্রামা নির্মিত হয়েছে। ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাাদিন-জাদুকর-রাজকন্যা-দৈত্যনির্ভর কাহিনীটি সারাবিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেন- জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, মোস্তাফিজ, শাওন, আঁচল, তানভীর, জেবু, ঊষা, অন্তর, নাবলু, স¤্রাট, জাহিদ, বিপুল প্রমুখ। এ মঞ্চায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ