Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার পুত্র সন্তানের জনক হলেন জয়

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: পুত্রসন্তানের জনক হলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। গত রবিবার দুপুর ১২.৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী নুসরাত পুত্র সন্তানের জন্ম দেন। জয় তার পুত্র সন্তানের নাম রাখেন শানজের নাজিম। জন্মের সময় নবজাতকের ওজন ছিলো সাত পাউন্ড। জয় জানান, মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন। বাবা হওয়া প্রসঙ্গে জয় বলেন, ‘জীবন আজ সত্যিই অনেক সুন্দর লাগছে। পৃথিবীটা আজ একটু বেশিই সুন্দর মনে হচ্ছে। আজ বারবার মনে হচ্ছে, পৃথিবীতে আসাটা বড় স্বার্থক হয়েছে। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ সন্তান উপহার দিয়েছেন। আজ আমি ভীষণ খুশি, উচ্ছ¡সিত। এই খুশি ভাষায় প্রকাশের নয়। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।’ উল্লেখ্য, নুসরাত অনন্যার সঙ্গে পারিবারিকভাবে জয়ের বিয়ে হয় ২০০৭ সালের ১৯ অক্টোবর। জয় এর আগেও এক পুত্র সন্তানের বাবা হন। তার নাম শাফায়েত নাজিম, তার বয়স সাত বছর।



 

Show all comments
  • তানবীর ২৩ মে, ২০১৭, ১০:৪৩ এএম says : 0
    অনেক অনেক শুভ কামনা ও শুভেচ্ছা রইলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ