বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে সব্দুল খাঁ ওরফে খোকন খাঁ (৫৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, তিন দিন আগে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যায়। আজ ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় হামলে পড়ে। এসময় খোকন খাঁকে তুলে নিয়ে যায় বাঘটি। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে সহকর্মীরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।