Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আড়াই মাস পর ত্রিপুরায় মাছ রফতানি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ৩:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : অবশেষে দীর্ঘ আড়াই মাস পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রফতানি করা হয়েছে।

সোমবার দুপুর থেকে মাছ রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে রফতানিকৃত মাছে ফরমালিন পাওয়া গেলে ফের আমদানি বন্ধ রাখার শর্ত দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নিছার উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ হাজার ২শ’ কেজি মাছ ত্রিপুরায় ঢুকেছে। মাছে ফরমালিন মেশানোর অভিযোগে দীর্ঘদিন মাছ আমানি বন্ধ রাখাকে ভারতীয় ব্যবসায়ীদের ‘ষড়যন্ত্র’ বলেও দাবি করেন এই ব্যবসায়ী নেতা।

এর আগে বাংলাদেশি মাছে ফরমালিন পাওয়ার অভিযোগ এনে গত ৬ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার মাছ রফতানি থেকে বঞ্চিত হয় বাংলাদেশি ব্যবসায়ীরা।

ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি মাছে ফরমালিন পাওয়ার অভিযোগ করলেও বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশি মাছ স্থানীয় বাজার থেকে সংগৃহীত ও পরীক্ষা করে সনদ পাওয়া। এর ফলে এসব মাছে ফরমালিন মেশানোর কোনো সুযোগ নেই। শুধুমাত্র ভারতের অন্ধ্রপ্রদেশের মাছের বাজার ধরতে বাংলাদেশি মাছ নিয়ে ‘ফরমালিন ষড়যন্ত্র’ করা হয় বলেও অভিযোগ করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। পরে বিষয়টি সমাধানে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধি দল একাধিকবার ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন।



 

Show all comments
  • aminul huq ২২ মে, ২০১৭, ৬:২২ পিএম says : 0
    vision 2030 is not new idea.If. you are able to create same don't copy.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ