Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটবোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ২:০৫ পিএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের চিতলমারীতে ইট বোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো দুই শ্রমিক আহত হন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট-চিতলমারীর অভ্যন্তরীণ সড়কের আড়ুয়াবর্ণি গ্রামে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলা সদরের আকরাম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৭) ও একই উপজেলার গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল মোল্লা (১৮)। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের ইটভাটা থেকে একটি ট্রলিতে ইট বোঝাই করে চিতলমারী উপজেলার কালশিরা এলাকায় যাচ্ছিল। আড়ুয়াবর্ণি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা চার শ্রমিক ইটের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আল আমিন ও ইসমাঈলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ