Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

উলিপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পঁচা ধানগাছ রাস্তায় ছিটিয়ে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর ক্ষতিগ্রস্থ কৃষকরা শহরে পঁচা ধান গাছ রাস্তায় ছিটিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে। উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ- যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উদ্যোগে গতকাল রোববার সকাল ১১ টায় উলিপুর শহীদ মিনার চত্ত¡র থেকে পঁচা ধানগাছ হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত¡র হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় মসজিদ মোড়ে এসে অবস্থান নেয়। ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এমএ মতিন, বিশিষ্ট সমাজসেবী সাজাদুর রহমান তালুকদার সাজু, উলিপুর পেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা রুবেল, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাজীব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মোতলেবুর রহমান,নুর আমীন,মাসুম করিম প্রমূখ। উপজেলার পাতিলাপুর এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক নুরুজ্জামান সরকার, নারিকেলাবাড়ি চরপাড়ার জয়নাল আবেদিন ও আঃ লতিফ, পূর্ব ছড়ার পাড়ের আকবর আলীসহ প্রায় শতাধিক কৃষক তাদের পঁচা ধান রাস্তায় ছিটিয়ে প্রতিবাদ জানান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ