Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় শিশু পুরস্কার গৌরীপুরে স্বর্ণ পদক বিজয়ী মিতুকে সংবর্ধনা

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

গৌরীপুর উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ বিষয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় ‘খ’ শাখায় প্রথম স্থান অধিকার করেছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী মারিয়া মিতু। ১৮ মে শিশু একাডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে স্বর্ণ পদক ও সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মারিয়া মিতুকে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও তার সহপাঠীরা। এ সময় মিতু অনুভূতি ব্যক্ত করে বলে এ অর্জনের পিছনে অবদান তার স্কুলের শিক্ষক মন্ডলী, সহপাঠী ও তার পরিবারের সদস্যদের, যারা তাকে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছে। সে তাদের প্রতি কৃতজ্ঞ। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, দাতা সদস্য আব্দুস সাত্তার, সদস্য আব্দুল লতিফ, শফিকুল ইসলাম মিন্টু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, প্রধান শিক্ষক এনামূল হক সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, মিতুর মা নাদিরা বেগম প্রমুখ। উল্লেখ স্বর্ণ পদক প্রাপ্ত নাদিরা মিতুর বাসা গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকায়। তার পিতা আবুল কালাম আজাদ ও মাতা নাদিরা বেগম। চলতি বছরে শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের প্রতিভা অন্বেষণে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগীতায় বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ে ‘খ’ শাখায় চুড়ান্ত পর্যায়ে সে অংশ গ্রহন করে প্রথম স্থান অর্জন করে। ১৮ মে তাকে শিশু একাডেমী কর্তৃক স্বর্ণ পদক ও সদন বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ