বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পেটানো ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেই ছাত্রলীগ নেতাকে জেলা ছাত্রলীগে সহ-সভাপতির পদ থেকে বহিস্কারের সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ। গত শনিবার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামে স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়-উদ-দ্দৌলা গত ১৭ মে নিজ উপজেলায় আলফাডাঙ্গায় এক সাংবাদিককে প্রচন্ড মারধর করে। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক ভাবে প্রচার করা হয়। ইতিপূর্বে সে দলীয় পরিচয়ে একাধিকবার এ ধরনে কর্মকান্ড করে, এই বিষয়ে তাকে (তন্ময়)কে সর্তক করা হয়। ওই পত্রে আরো উল্লেখ্য করা হয়, স্থানীয় ভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তার উদ্বেগ জনক, যা সম্পূর্ন দলীয় শৃংখলার পরিপন্থি । তার এই কর্মকান্ডে ফরিদপুর জেলা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই কারনেই দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে বৃহত্তর স্বার্থে তাকে (তন্ময়-উদ-দ্দৌলা) দল থেকে বহিস্কারের সিদ্ধান্তে উপনীত হয়েছি। গত ১৭ মে দুপুরে জেলার আলফাডাঙ্গা উপজেলার সদরের কলেজ রোড়ের একটি স্টুডিওর সামনে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে মারধর করে কয়েক জন ব্যক্তি। পরে আশে-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।