প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১। মেরি পেয়ারি বিন্দ
২। সরকার থ্রি
৩। বাহুবলি টু : দ্য কনক্লুশন
৪। নুর
৫। মাত্র
সুভাষ নাগরে ওরফে সরকার (অমিতাভ বচ্চন) এখনও আড়াল থেকে মহারাষ্ট্রের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। দুই ছেলে শঙ্কর (অভিষেক বচ্চন) আর বিষ্ণুকে (কে কে মেনন) হারাবার পর সে এখন বিশ্বস্ত সহকারী গোকুলকে (রোনিত রায়) পাশে পেয়েছে। তার পদাঙ্ক অনুসরণ করে বিষ্ণুর ছেলে অর্থাৎ সরকারের নাতী শিবাজী (অমিত সাধ) আগামীর সরকার হবার স্বপ্ন দেখছে। তার উদ্দেশ্য বেশ অস্পষ্ট। তবে তার নিজের চাচার হাতে তার বাবার খুন হওয়া নিয়ে তার মনের ভেতরে এক ধরণের শঙ্কা আছে। শিবাজী প্রেম করছে আন্নুর (যামি গৌতম) সঙ্গে, যার উদ্দেশ্য তার জানা নেই। আন্নুর উদ্দেশ্য হল তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সরকারকে খুন করা। সবার ওপর মাইকেল বালিয়া (জ্যাকি শ্রফ) দুবাই থেকে সরকারকে সরাবার পরিকল্পনা করছে। এছাড়া দেশে গোবিন্দ দেশপান্ডের (মনোজ বাজপেয়ি) মত রাজনীতিককেই মোকাবেলা করতে হচ্ছে সরকারকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।