প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু
২। ¯œ্যাচ্ড
৩। কিং আর্থার : লেজেন্ড অফ দ্য সোর্ড
৪। ফেইট অফ দ্য ফিউরিয়াস
৫। বিউটি অ্যান্ড দ্য বিস্ট
২০০৯-এর ‘শার্লক হোমস’খ্যাত গাই রিচি পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘কিং আর্থার : লেজেন্ড অফ দ্য সোর্ড’। ‘স্ন্যাচ’ (২০০১), ‘রকএনরোলা’ (২০০৮) এবং ‘রিভলভার’ (২০০৮) রিচি পরিচালিত অন্য কয়েকটি চলচ্চিত্র।
আর্থার (চার্লি হানম্যান) যখন শিশু তার চাচা (ভর্টিগার্ন (জুড ল) আর্থারের বাবা আর মাকে হত্যা করে সিংহাসন দখল করে। আর্থার পালিয়ে গিয়ে এক নিষিদ্ধ পল্লিতে আশ্রয় পায়। সেখানেই সে অপরাধী দলে যোগ দিয়ে। এই দলের সঙ্গে থেকেই সে আত্মরক্ষায় দক্ষ হয়ে ওঠে। সে একদিন পাথরের মধ্যে বিদ্ধ হয়ে থাকা এক্সক্যালিবার তলোয়ার তুলে আনবে, অনেকে এটি পাথর থেকে তুলে আনতে ব্যর্থ হয়েছে। আর্থার তলোয়ারটি তুলে আনতে সমর্থ হয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তলোয়ারটির কারণেই গন্তব্য নির্ধারিত হয়ে যায়। দ্য মেইজ নামে এক তরুণীর কাছ থেকে সে তলোয়ার চালনা শেখে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে রাজা হিসের নিজের অবস্থার নিশ্চিত করার জন্য সে সাধারণ মানুষকে একতাবদ্ধ করে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।