Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাত : ভোলার লালমোহন উপজেলায় গত কয়েকদিন ধরে বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। অসুস্থ্য হয়ে পড়ছে শিশুরা ও চরম দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীসহ সাধারণ জনগন। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে পাল্লা দিয়ে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং। এতে করে অতিষ্ঠ হয়ে ওঠেছে সাধারণ মানুষের জীবন। এদিকে বিদ্যুৎ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবি তুললেও কোন কাজ হচ্ছে না। জানা গেছে, লালমোহন উপজেলায় দীর্ঘদিন ধরেই ঘন-ঘন লোডশেডিংয়ের ভয়াবহতার রুপ নিয়েছে। আর এই অতিরিক্ত লোডশেডিং হওয়ার ফলে বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়া করতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বিভিন্ন অফিসে কর্মকর্তা কর্মচারীরা প্রচন্ড গরমে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। সকালে মানুষের ঘুম ভাঙ্গার আগেই বিদ্যুৎ চলে গেলেও সারাদিন আসার কোন খবরই থাকে না। তবে সন্ধ্যার দিকে একটু আসলেও রাতে আবার চলে যায়। অপরদিকে গরমের কারনে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীড় জমাচ্ছেন। লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির আহব্বায়ক মোঃ মোস্তফা মিয়া ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রফিকুল ইসলাম পাটওয়ারী জানান, লালমোহনের বিদ্যুৎ অফিসের অনিয়ম দুর্নীতি আর সহ্য করা যায় না। বিগত কয়েক দিন ধরে লালমোহন চলছে বিদ্যুৎতের সিমাহীন লোডশেডিং। তাই আমরা চাই অতি শীঘ্রই যেন এর প্রতিকার হয়। সাংবাদকি ও প্রভাষক মোঃ জহিরুল হক সেলিম এবং লালমোহন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক জানান, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা সদরে গ্যাস ভিত্তিক ৩৪.০৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার পরেও জেলায় বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের চরম অবহেলা, জরাজীর্ণ লাইন অজুহাতে সামান্য বৃষ্টি বাতাসের ও আকাশ মেঘের অজুহাত দিয়ে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে ভোলা পল্লিবিদ্যুৎ সমিতির লালমোহন সাব-জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র জানান, ঝড়, বৃষ্টির কারনে ও লাইনের সমস্যা থাকায় লোডশেডিং হচ্ছে। সামনের দিকে ঠিকমত বিদ্যুৎ থাকবে। অথচ বিগত কয়েক দিন পর্যন্ত কোন ঝড়, বৃষ্টি ও বাতাস ছিলো না। অন্যদিকে লালমোহনের পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছাচারিতা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ ও লোডশেডিংয়ের প্রতিবাদে গ্রাহকদের নিয়ে প্রভাষক মোঃ জহিরুল হক সেলিমকে আহŸায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ