Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ১৩ দিন পর কুয়েতে মঠবাড়িয়ার প্রবাসী উদ্ধার

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : কুয়েতে প্রায় ২ সপ্তাহ পরে হাসপাতালে সন্ধান মিলেছে পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বান্ধবপাড়া গ্রামের মোঃ ছিদ্দিকু রহমানের। নিখোঁজ প্রবাসীর সন্ধান মিলেছে কুয়েতের এরযাবরিয়া মোবারক আল কেবির হাসপাতালে। কুয়েত পুলিশ ওই প্রবাসীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। জানা যায়, মো. ছিদ্দিকুর রহমান (৭০) গত ৩০ এপ্রিল কুয়েতে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন। সেখানে তিনি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। এদিকে বাংলাদেশে একটি প্রতারক চক্র প্রবাসী ছিদ্দিকুরের নিখোঁজের বিষয়টি পুঁজি করে দুই মোবাইল নম্বর থেকে গ্রামের বাড়িতে ফোন করে জিম্মি নাটক সাজিয়ে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে ওই প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। এ বিষয়ে প্রবাসী ছিদ্দিকুরের স্ত্রীর বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. নূর হোসাইন মোল্লা জানান, তার ভগ্নিপতি ১৭ বছর ধরে কুয়েতে কর্মরত আছেন। গত ৩০ এপ্রিল সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর ১৩ দিন পরে আমরা জানতে পারি সে একটি হাসপাতালে ভর্তি আছে। কিভাবে সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সে বিষয়ে আমরা এখনও জানতে পারিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ