রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : কেন্দুয়া থানা পুলিশ গতকাল রোববার দুপুর সান্দিকোনা ইউনিয়নের চর খিদিরপুর গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে তিনটি হত্যাসহ ৫টি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী মামুনকে (২৬) গ্রেফতার করেছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, চর খিদিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মামুনের বিরুদ্ধে বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলীকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় নৃশংসভাবে কুপিয়ে হত্যাসহ তিনটি হত্যা ও দুটি সন্ত্রাসী মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে এলাকাবাসী সর্বদা আতঙ্কিত থাকতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে তার নিজ বাড়ীতে ঝটিকা অভিযান চালায়। এ সময় সে নিজ বসত ঘরে ঘুমাচ্ছিল। তাকে গ্রেফতার করার পর তার বালিশের নীচ থেকে একটি কিরিচ ও একটি ডেগার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মামুনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।
কিশোরীর আত্মহত্যা
সখিপুর (টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেলতলী গ্রামে শাহাদত হোসেনের স্কুল পড়–য়া কিশোরী শারমিন আক্তার (১৫) ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। পারিবারিক সূত্রে ও পুলিশ জানায়, মানসিক সমস্যার কারনে শারমিন আত্মহত্যা করেছে। সে বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ছিল। সখিপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সখিপুর থানা পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।