রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে শনিবার রাতে ঘূর্ণিঝড়ে সড়াইল আদর্শ কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কলেজের বারান্দাসহ পাঁচটি শ্রেণি কক্ষের টিনের ছাউনি উড়ে গিয়ে লন্ডভন্ড হয়েছে। টিনগুলি দুমড়ে-মুচড়ে পার্শ্বের জমিতে ও মাঠে ছড়িয়ে ছিটে পড়ে থাকে। শ্রেণি কক্ষে বৃষ্টির পানি জমে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কম্পিউটার শ্রেণি কক্ষের। ছাউনি উড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে কম্পিউটারসহ যন্ত্রাংশ ভিজে যায়। রসায়ন বিদ্যার প্রভাষক মঞ্জুরুল হাসান বলেন, শ্রেণি কক্ষের বেহাল অবস্থার কারণে ক্লাস নেয়া যাচ্ছে না। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। অধ্যক্ষ রুবাইয়াত হুদা চৌধুরী বলেন, প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি ভাবে একাডেমিক ভবন না থাকায় ওই শ্রেণি কক্ষ গুলিতে কোন মতে ক্লাস চলত।এখন সে গুলি ক্ষতিগ্রস্থ হওয়ায় সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে।উল্লেখ্য ১৯৯৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে এমপিও ভুক্ত হয়। ফলাফলের দিক দিয়ে কলেজটি উপজেলার শীর্ষে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।