বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটের জৈন্তাপুরে থানা হেফাজতের ভেতরে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি নজরুল ইসলাম বাবু নামের ওই যুবক আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি বাবুকে থানা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হতে পারে। গত শুক্রবার ভোররাতে জৈন্তাপুর থানা হেফাজতে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের মৃত আবদুর জলিলের ছেলে।
এদিকে, এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবিরের অপসারণ দাবি করে গতকাল শনিবার দুপুর থেকে সড়ক অবরোধ করে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ কমসূর্চি পালন করছিল তারা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার আহবায়ক আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে অবরোধে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নিচ্ছেন।
এদিকে এ ঘটনায় শনিবার দুপুরে দায়িত্বে অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে ‘ক্লোজড’ করা হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার জাহিদ ২ পুলিশ সদস্যের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- ‘ক্লোজড’ করা দুই পুলিশ সদস্যের একজন ওই রাতে দায়িত্ব পালনকারি ডিউটি অফিসার এসআই জয়নাল এবং অপরজন হাজতের সামনে দায়িত্ব পালনকারি পুলিশ সদস্য কনস্টেবল আখতার।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভোর রাতে থানা হাজতের ভেতর তার লাশ পাওয়া যায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, স্ত্রীর দায়ের করা মামলার আসামি ছিল বাবু। তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছিল। শুক্রবার ভোর পৌণে ৫টার দিকে সে থানা হাজতের ভেতরে আত্মহত্যা করে। তাকে কোন রকম নির্যাতন করা হয়নি। আত্মহত্যার দৃশ্য ক্লোজড সার্কিট ক্যামেরায়ও রেকর্ড হয়েছে।
তবে নজরুল ইসলাম বাবুর চাচা মদরিছ আলী ও বোন জামাই লুদু মিয়ার দাবি বাবুকে নির্যাতন করে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজানো হতে পারে। পুলিশ প্রহরায় থাকা থানা হাজতের ভেতর আসামি আত্মহত্যা করে কিভাবে- এমন প্রশ্ন তুলেন তারা।
প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর জৈন্তাপুরের ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন ফাতেমাকে বিয়ে করেন নজরুল ইসলাম বাবু। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে নাসরিন ফাতেমা পিত্রালয়ে চলে যান এবং নির্যাতনের অভিযোগ এনে বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।