বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের ১৭ মে বৃহস্পতিবার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গাফ্ফার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তোজাম্মেল হক বাদি হয়ে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এছাড়াও অবগতির জন্য অভিযোগের অনুুলিপি চেয়াম্যান কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী, এমডি রাজশাহী, ডিএমডি রাজশাহী বরাবর প্রেরণ করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, যারা অভিযোগ করেছেন তারা সকলেই ব্যাংকের দালাল, তাদের দালালী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তারা ঐক্যজোট হয়ে ম্যানেজার সাহেবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ‘রাকাব’ কৃষ্ণপুর শাখার শাখা ব্যবস্থাপক ‘ম্যানেজার’ মুশফিকুর রহমান গ্রাহকদের সঙ্গে অশালীন আচরণ, অবৈধ অর্থ আদায়, ঋণ গ্রহীতাদের মর্গেজ সম্পত্তি নিলাম ও কথায় কথায় পুলিশের ভয় দেখানোসহ নানা ভাবে গ্রাহকদের হয়রানি করে আসছে।
ভুক্তভোগী আব্দুল গাফ্ফার জানান, এর আগেও অনেক ম্যানেজার দেখেছি কিন্তু এর মতো দাম্ভিকতা পূর্ণ ম্যানেজার দেখিনি। তার জন্যে গ্রাহকেরা ব্যাংক ছাড়ছেন এমনকি তার ভয়ে সাধারণ কৃষকরা ঋণ নিতেও আসতে চায় না প্রয়োজনে দাদন ব্যবসায়ীদের শরনাপন্ন হয়। আর ব্যাংক ম্যানেজার তার অনুগত কিছু দালালের মাধ্যমে উচ্চ সুদে দাদন ব্যবসা করছেন। তিনি বলেন, বিভিন্ন কৌশলে ম্যানেজার সাহেব কৃষকদের দাদন নিতে বাধ্য করছে।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ‘রাকাব’ কৃষ্ণপুর শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমান ফোন রিসিভ করে ব্যস্ত আছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, অভিযোগ পেয়ে ম্যানেজারকে নোটিশ করা হয়েছে। ধার্য্য দিনে শুনানী শেষে দোষী প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।