Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ১০ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১০ কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলায় গ্রেফতারী পরোয়ারা জারি করা হয়েছে। এক বিধবা নিঃস্ব ও হতদরিদ্র মহিলা স্বামীর নামে সার্টিফিকেট মামলায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। জানা যায়, জনতা ব্যাংকের তাড়াশ শাখার কৃষি ঋণ খেলাপি তালিকায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামের মৃত আব্দুল আজিজ ও মোকসেদ আলী, বৈত্রাশিন গ্রামের নবীর উদ্দিন, মাধাইনগরের নবীন চন্দ্র বসাক ও তাড়াশ ইউনিয়নের  সদর গ্রামের ওসমান গণি, রাজশাহী  কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)তাড়াশ শাখার  মামলায়, মালশিন গ্রামের কৃষক জসিম উদ্দিন  ধাপতেতুরিয়া গ্রামের কৃষক এরফান আলী, কুন্দইল গ্রামের কৃষক বকুল আলী, গোন্তা গ্রামের আলতাব আলী, ও শ্রীকৃষ্ঙপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান নামে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার সার্টিফিকেট মামলার গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) ইস্যু করেন। ফলে এই মামলার মৃত কৃষকদের ওয়ারিশরা পুলিশি ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন। জানা যায়, উপজেলা ভাদাস গ্রামের  কৃষক আব্দুল আজিজ ১৭ বছর পূর্বে মারা গেছে এবং তার বিধবা স্ত্রী ৩ কন্যা সন্তান নিয়ে অত্যান্ত দরিদ্র অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন । নুজাহান বেগম জানান, আমার কোন ছেলে সন্তান নেই । স্বামীর কোন জমিও নেই  অন্যের জায়গায় বাড়ী করে থাকি । অন্যের জমি বর্গা নিয়ে নিজেই চাষ করে কোন রকমে জীবন অতিবাহিত করছি। অথচ প্রতিবছর ইরি ধান কাটার পর পুলিশ বাড়ীতে আসে। গত ২দিন পূর্বে তাড়াশ থানার এএসআই আখেরুল ইসলাম এসেছিল। গত কয়েক বছরে ১ হাজার টাকা করে দিয়ে ৫ হাজার টাকা কিস্তি দিয়েছি। এ বিষয়ে তাড়াশ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মো. মনসুর উদ্দিন জানান, সরকারী অর্থ  আদায়ের জন্য পূর্বের ওয়ারেন্ট তাগাদা দেয়্ াহয়েছে বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ