Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের তোয়াকুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে  ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেব মতে, ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তোয়াকুল বাজারের উত্তরের গলিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- ইসলাম ফার্মেসি, সাঈদ এন্টারপ্রাইজ, সেলিম টেইলার্স এন্ড ফেব্রিক্স, জসিম টেইলার্স, মাওলানা শরীফ উদ্দিনের কাপড়ের দোকান, হারুন ইলেকট্রনিক্স এবং বলরাম পোদ্দার, সোয়াব আলী, আজির উদ্দিন, অনিল বাবু, কলিমউল্লাহ, আলাউদ্দিন ও ইয়াছিন মিয়ার মুদি দোকান।
ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে আগুন দেখে বাজারের নৈশপ্রহরী ফোনে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের জানান। তখন চতুল বাজার মসজিদে মাইকিং করা হলে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল ফোনে সালুটিকর অভিযোগকেন্দ্রে দেড় ঘন্টা যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভি করেনি। ফলে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করলেও ফায়ার সার্ভিসের হিসেব অনুযায়ী ক্ষতির পরিমাণ অনেক কম দেখানো হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন দলের লিডার তোফাজ্জল হোসেন জানান, অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকান্ডের ক্ষতি থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ