বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার জোয়ালভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানাযায়, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জোয়ালভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ক্লাস ফাঁকি দিয়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, স্কুলে উপস্থিত না হয়েই হাজিরা খাতায় স্বাক্ষর করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে দূব্যবহার করেন এবং সরকার কর্তৃক বরাদ্দকৃত ¯øীপের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম দুর্নীতি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, যেখানে ২৪৪ জন শিক্ষার্থীর জন্য ৫জন শিক্ষক ছিল অথচ প্রধান শিক্ষক অবসরে যাওয়ার কারনে মাত্র ৪জন শিক্ষক রয়েছে। তারপরও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আসার কারণে ৩ জন সহকারী শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলার কারনে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এতে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার নিয়ে স্থানীয় অভিভাবকরা চরম উদ্বেগ্ন। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে এসব কর্মকান্ড করে বেড়ান এবং স্থানীয় প্রভাব খাটানোর কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকাবাসীর দাবি বেলাল হোসেনকে বদলী করে একজন প্রধান শিক্ষক নিয়োগ দিলে ওই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।