বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে দুই গ্রæপের দফায় দফায় সংঘর্ষে ৫ নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় উল্লাপাড়ার হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া সানদার পাড়ায় সোহেল গ্রæপ ও আবু তালেব গ্রæপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতরা হলেন, নয়ন জল (৪০), ঝন্টু হোসেন (৫০), আবু তালেব (৩২), সাথী বেগম (৪৫), সুলতানা বেগম (২৮), শিমলা খাতুন (১৮), এনামুল ইসলাম (১৮), শ্রাবণ (২৬), মাধুর্য (১৮), খোকা(৩০), সেতু খাতুন (১৭), মিতু খাতুন (২০), পামওয়েল (৩০) এদের মধ্যে সাথী বেগম ও ঝন্টু হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
উলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লেবু হোসেন জানান, গত শুক্রবার নয়ন জলের ছেলে আবু তালেব (৩২) প্রবাসী হান্নান হোসেনের আম গাছ থেকে আম পাড়ে। এ সময় হান্নানের কেয়ারটেকার সোহেলের স্ত্রী সুলতানা বেগম (২৮) আবু তালেবকে বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় সুলতানা বেগম আহত হয়। এ ঘটনার জের ধরে শনিবার আবারও সংঘর্ষ বাধেঁ। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে বহিরাগত সাথী বেগম ও ঝন্টুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন উল্লাপাড়া হাসাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন জানান, আম পাড়াকে কেন্দ্র করে সোহেল গ্রæপ ও আবু তালেব গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।