Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন পবিত্র রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এবং পানি সরবরাহ নিশ্চিতকরণসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। নেতৃবৃন্দ বলেন, রমজান শুরু হওয়ার সাথে-সাথে ভয়াবহ লোডশেডিং, গ্যাস ও পানি সরবরাহে অপ্রতুলতা জনজীবনকে দুর্বিসহ করে তোলে। ফলে রমজানের প্রাসঙ্গিক আবশ্যকীয় ইবাদাত সমূহ যেমন-ইফতার, তারাবীহ ও সেহেরী পালন কোনভাবেই নির্বিঘœ হয় না। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসা বাঞ্চনীয়। গত বৃহস্পতিবার ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগরীর উদ্যোগে ১১ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিনের বরাবরে স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নগর ইসলামিক ফ্রন্টের সহ-সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, সাধারণ সম্পাদক এস এম আবদুল করিম তারেক, এম মহিউল আলম চৌধুরী, ডাঃ হাসমত আলী তাহেরী, আনিসুল ইসলাম আনাস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ