Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিসের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকাস্থ টাঙ্গাইলবাসী। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা যুব সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপত্বি করেন টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকার সভাপতি মুকুল চৌধুরী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলার বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার টাঙ্গাইলের মানুষ।
মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে রেলপথ মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে কাজ কওে যাচ্ছেন। ট্রেনে যাতায়াত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তথাপি টাঙ্গাইল জেলার ৪০ লক্ষ মানুষ ট্রেন যাতায়াত হতে বঞ্চিত। টাঙ্গাইলের বুক চিড়ে রেলপথে সারাদিন উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন যাতায়াত করলেও টাঙ্গাইলবাসীর জন্য নেই পর্যাপ্ত সিটের বরাদ্ধ। টাঙ্গাইল হতে প্রতিদিন অফিস, চিকিৎসা, ব্যবসা এবং জরুরী কাজে অসংখ্য মানুষ ঢাকায় যাতায়াত করেন। তাই অফিস সময় (সকাল ৭টা-সন্ধা ৬টা) টাঙ্গাইল-ঢাকা একটি ট্রেন চালু করা একান্ত প্রয়োজন। কারণ একটি ট্রেনের অভাবে টাঙ্গাইলের বিশাল জনগোষ্ঠি ট্রেনের যাতায়াত হতে বঞ্চিত হচ্ছে। জনসংখ্যার চাপে বসবাসের অযোগ্য হতে চলা রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রয়োজন পাশর্^বতী জেলাগুলোর সাথে সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা। ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিস চালু হলে মহাসড়কে যানজট কমবে তদুপরি রাজধানী ঢাকার উপর মানুষের চাপ কমবে। টাঙ্গাইলবাসী অফিসসহ বিভিন্ন কাজ সেওে প্রতিদিন টাঙ্গাইল ফিরতে পারবে। এতে কমবে সড়ক দূর্ঘটনা, বাঁচবে প্রাণ, বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজধানীতে কমবে জনসংখ্যার চাপ।
এাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকারের উন্নয়নকে আরও ত্বরান্তিত করার লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু পূর্বপার সরাসরি ট্রেন সার্ভিস এখন সময়ের দাবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ