Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনসাব’র যৌথ মতবিনিময় সভা
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর উদ্যোগে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জুরাইন রেলগেট এলাকায় ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গণির সভাপতিত্বে সভায় বিভিন্ন জেলা ও থানা থেকে আগত প্রায় ৬০টি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ২১০ জন নেতৃবন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বর্তমান অবস্থা ও নির্মাণ শ্রমিকদের বাস্তব অবস্থার বিশ্লেষণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ,কে,এম সহিদুল আলম ফারুক। বর্তমানে নির্মাণ শ্রমিকদের দুরাবস্থার বাড়ছে বলে সভায় উল্লেখ করা হয়। তিনি বলেন, দেশে প্রতিনিয়ত অপ্রতিষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা বাড়ছে। এদের ভাগ্যের পরিবর্তন করতে হলে সকল নির্মাণ শ্রমিকদের একটি প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। স্বার্থবাজ কথিত শ্রমক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য নির্মাণ শ্রমিকদের ঐক্য নষ্ট করছে। এজন্য শ্রম পরিদপ্তর অনেকাংশে দায়ী। সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গণি আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। -বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ