Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রুশ বিপ্লবই আদর্শ -সভাপতি লেখক শিবির

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : রুশ বিপ্লবের সমর্থকরা জড়ো হয়েছিলেন নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়মে। রুশ বিপ্লবের শত বার্ষিকী উদযাপন উপলক্ষে তারা এই জমায়েতের আয়োজন করে। এতে বক্তৃতা করেন বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান, বাসদ’র কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, উদীচীর সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় বিকল্প সদস্য জাকির হোসেন, বাসদ’র নরসিংদী জেলা আহবায়ক এড. মোবারক হোসেন আখন্দ। সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সিপিবি’র সেক্রেটারী এবং অক্টোবর বিপ্লবের শত বর্ষ পূূর্তি উদযাপন পরিষদের আহবায়ক মীর লোকমান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা মাছুম খান এবং ওয়ার্কাস পার্টির নরসিংদী জেলা সম্পাদক মাঝি নজরুল ইসলাম। অক্টোবর বিপ্লব উপলক্ষে কৃষক, শ্রমিক সমাবেশ এবং বিভিন্ন অনুষ্ঠানাদী পালন ও একটি স্বরণীকা প্রকাশার্থে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রুশ বিপ্লব শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ। বক্তাগন বলেছেন, একটি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে বিপ্লবের কোনোই বিকল্প নেই। এ ক্ষেত্রে রুশ বিপ্লবই আমাদের আদর্শ। রুশ বিপ্লবের পথ ধরেই দেশে বৈপ্লবিক কার্যক্রম চালাতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ