Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরের মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে মৃত মুক্তিযোদ্ধা সামসুল আলমের স্ত্রী-সন্তানরা শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে আনোয়ার হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, তার পিতা মুক্তিযোদ্ধা সামসুল আলম দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছেন কিন্তু ভূমি খেকোদের কবল থেকে নিজের জমি রক্ষা করতে গিয়ে চিন্তায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত চার মাস পূর্বে মারা যান। লিখিত বক্তব্যে তার সন্তানরা জানান, গত ছয় মাস যাবৎ স্থানীয় আব্দুল হামিদ খানের পুত্র কথিত ভূমিখেকো সিপাহী খান মানিক ও হাবিবুরের পুত্র হাফিজুরের নেতৃত্বে সংঘবদ্ধচক্র তাদের পিতার রেকর্ডীয় মালিকানাধীন জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে তিনি আদালতের স্বরনাপন্ন হলেও আদালতের আদেশ উপেক্ষা করে ওই চক্রটি জমি দখলের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে দেয়াল নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ