বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন কালীন সর্বজন গ্রহণযোগ্য সরকার ব্যবস্থাই আশু রাজনৈতিক সংকট ও সংঘাত থেকে উত্তরনের একমাত্র উপায়। নির্বাচনের অনুকূল পরিবেশ বিরাজ করলে আগামী নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ গ্রহণ করবে। দেশে বর্তমানে নির্বাচনের আবহ বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আগামী ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করেছে। জনগনও একটি সর্বজন গ্রহনযোগ্য নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। গতকাল শনিবার সকালে দলের পল্টনস্থ প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব কাজী আবুল খায়ের, সাবেক এম.পি বদরুদ্দোজা আহমেদ সুজা, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, শহীদ চৌধুরী, মাওলানা কারামত ফরাজী, ওয়াজের আলী মোড়ল, এডভোকেট বদরুদ্দোজা ডালি, মতিউর রহমান পাঠান, খোন্দকার জিল্লুর রহমান, আনোয়ার হোসেন আবুড়ী, আফতাব হোসেন স্বপন, মুরতুজা আলী চৌধুরী, আকবর হোসেন পাঠান। দায়িত্ব পালনে সময় দিতে অক্ষম হওয়ায় দলের সভাপতি জুবেদা কাদের চৌধুরীরে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রেসিডিয়ামের প্রস্তাব কেন্দ্রীয় নির্বাহী সভায় অনুমোদিত হয় এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাওলাদার স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা আহমেদ সুজাকে সভায় সর্ব সন্মতিক্রমে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।