Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের আগেই মূর্তি অপসারণ করতে হবে -ইসলামী আন্দোলন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, মূর্তি অপসারণে সময় ক্ষেপণ করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। রমজানের আগেই মূর্তি অপসারণ করতে হবে। রমজানের আগে মূর্তি অপসারণ না করলে ১৭ রমজান ঈমানদার জনতা বদরের চেতনায় রাজপথে নেমে আসলে তাগুতি শক্তি পালানোর পথ খুঁজে পাবে না। তিনি বলেন, মূর্তি অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হচ্ছে না? প্রধান বিচারপতির খুঁটির জোর কোথায় তা খুজে বের করতে হবে।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পুরানা পল্টনস্থ অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ