Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারজানা ছবির অনবদ্য অভিনয় সমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নদীকাব্য

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নারীর ক্ষমতা, সংগ্রাম এবং অশুভ শক্তির কাছে মাথা নত না করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নদীকাব্য। যমুনার পাড়ের জেলে পল্লীর সদ্য স্বামীহারা রেজিনার জীবন সংগ্রাম ফুটে উঠেছে এই সত্যের কাছাকাছি গল্পে। একজন নারীর সব প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই, তার জীবনের প্রেম এবং মিথ্যা অপবাদের কাব্যই এই ছবির মূল প্রতিপাদ্য। মূখ্য চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা ছবি। রেজিনা চরিত্রকে বাস্তবনানুগ করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ছবি। তার পোষাকে, আচরণে এবং সংলাপ উচ্চারণে ছবি হয়ে উঠেছিলেন যমুনা নদী পাড়ের হাজার নারীর একজন। তথ্য মন্ত্রনালয়ের উদ্দোগে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অর্থায়নে, ডিজিটাল ফিল্ম মেকিং কোর্সের শেষে ২৫ জন অংশগ্রহণকারী চিত্রপরিচালক মোহাম্মাদ হোসেন জেমির সহকারী হিসেবে কাজ কাজ করেছেন নদী কাব্যে। এই ছবিতে অভিনয় করেছেন- ফারজানা ছবি, আমান রেজা, আমির সিরাজী, রেহানা জলি, কিনা, মানিকগঞ্জের শিবালয় থানার দক্ষিণ তেওতা গ্রামের অনেক নারী-পুরুষ এবং পিদিম থিয়েটারের বেশ কিছু কিশোর-কিশোরী। গল্প লিখেছেন ফিল্ম মেকিং কোর্সের শিক্ষার্থী সুফিয়া খাতুন। চিত্রনাট্য ও সংলাপ: মোহাম্মদ হোসেন জেমী। গতানুগতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ধারা থেকে বেরিয়ে এসে পূর্ণদৈর্ঘ্য সিনেমার উপস্থাপনার ধারায় নির্মিত হচ্ছে নদীকাব্য। চিত্রগ্রহণ নির্দেশনায় রয়েছেন পঙ্কজ পালিত এবং অত্যাধুনিক ডিজিটাল সিনেমা ক্যামেরা সনি এফ ৫৫ সরবরাহসহ অন্যান্য কারিগরি সহায়তা করেছে বিএফডিসি। চলচ্চিত্রটি দৃষ্টিনন্দন করার জন্য এবং গ্রাম বাংলার সবুজ প্রকৃতি তুলে ধরার জন্য চিত্রগ্রহনে ব্যবহার করা হয়েছে ড্রোনক্যাম। মোহাম্মদ হোসেন জেমী বলেন, অভিনেত্রী ছবির সাথে আমার এই প্রথম কাজ। ওর অভিনয় দেখে বারবার আমার মনে পড়েছে মাইকেল চেখভের অনুপ্রাণিত অভিনয়ের ছক। যার মধ্যে আছে একটি কাল্পনিক বৃত্ত এবং সেই বৃত্তের মধ্যে আছে একজন অভিনেতার কাল্পনিক আবহ, চরিত্রায়ন এবং বৈশিষ্ট্যাবলী। ছবি অভিনয়ের ছকটি নিখুঁতভাবে এঁকেছেন। চরিত্রের বিন্যাস, শৈলীবোধ, সত্যবোধ, আকৃতিবোধ এবং সমগ্রতাবোধ ছবি এত ভালোভাবে আয়ত্বে এনেছিলেন যে আমি মুগ্ধ হয়ে ওর অভিনয় দেখেছি। শূটিংয়ের দিনগুলোতে ও ফারজানা ছবি থেকে বেরিয়ে পুরোপুরি রেজিনা হয়ে গিয়েছিলেন। দেশের বিভিন্ন মাধ্যমে প্রদর্শনসহ বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্যবর্তমানে চলচ্চিত্রটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে।



 

Show all comments
  • EMRAN ২১ মে, ২০১৭, ১:৩০ এএম says : 0
    NICE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ