রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে সমস্যাবাদ গ্রামে আপন ভাইয়ের শ্বশুর কর্তৃক এক প্রতিবন্ধী মহিলা (৪২) ধর্ষিত হয়েছে। ধরঞ্জী ইউনিয়ন পরিষদের মেম্বার সাখাওয়াতের নেতৃত্বে ৪০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসা করা হয়। ধর্ষিতার মা আছিয়া বেওয়া জানায়, বাগুয়ান গ্রামের তোফাজ্জল হোসেন তোফার মেয়ের সাথে আমার ছেলে আজিজুলের বিয়ে হয়েছে। গত শুক্রবার দুপুরে আমার বিয়াই তোফাজ্জল হোসেন তোফা (৬০) বাড়িতে বেড়াতে আসে। তোফা আমার প্রতিবন্ধী মেয়েকে খাওয়ানোর কথা বলে পথি মধ্যে আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন হাতে নাতে তোফাজ্জলকে ধরে ফেলে। পরে সাখাওয়াত মেম্বারের নেতৃত্বে আব্দুর রহমানের উঠানে সালিস বৈঠক বসে। সালিসে ৪০ হাজার টাকায় ঘটনাটি মিমাংসা করা হয়। এ বিষয়ে সাখাওয়াত মেম্বারের কাছে জানিতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম পিপিএম বলেন, বিষয়টি জানা নেই। এখনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।