রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা : নাটোর শহরের দিয়ারভিটা-বড়ভিটা এলাকায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের আওতাধীন সেচ পাম্পের ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় ৬ দিন ধরে পানি সংকটে পড়েছে শতাধিক পরিবার। গত ১৫ মে সোমবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে সেচ পাম্পের ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে পিডিবি’র (নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ) সাথে যোগাযোগের পর তারা সংযোগটি চালু করে দিলেও ট্রান্সফর্মারটি বিকল হয়ে যাওয়ায় সেচ পাম্পটি চালু হয়নি। এ ব্যাপারে পিডিবি বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের সাথে যোগাযোগ করতে বলে। এলাকার কৃষক সমবায় সমিতির সভাপতি আলিউজ্জামান জানান, তিনি বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের সহকারি প্রকৌশলী আহসানুল করিমকে বিষয়টি জানিয়েও কোন ফল পাননি। এ ব্যাপারে সহকারি প্রকৌশলী আহসানুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আগামিকাল রোববার মধ্যে ট্রান্সফর্মারটি পরিবর্তন করা সম্ভব হবে বলে আশা করছি। এদিকে সেচ পাম্পটি বিকল থাকায় শতাধিক পরিবারের কয়েকশ’ মানুষ পানির তীব্র সংকটে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।