Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইসাইকেলসহ আটক ২

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রায়গঞ্জে চোরাই বাইসাইকেল সহ দুই সহদোরকে আটক করেছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জানা যায়, আন্তঃজেলা চোরাই চক্রের সদস্য সিরাজগঞ্জ সদরের নতুন ভাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা আশিক ওরফে আদিল ও রানা ওরফে রিয়াদকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী গত শুক্রবার দুপুরে ডিবি পুলিশ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামের মারুফ সাইকেল ষ্টোরের মালিক ও ওই গ্রামের মৃত মাজু সেখের ছেলে মঞ্জুর আলম (৩২)’র বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে প্রায় অর্ধশতাধিক চোরাই বাইসাইকেল, একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন সেট সহ বেশ কিছু মালামাল সহ মঞ্জু ও তার ভাই আউলিয়াকে (২৮) সিরাজগঞ্জ ডিবি পুলিশ আটক করে নিয়ে যান বলে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ