Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সহায়তা দাবিতে ব্র্যাক অফিস ঘেরাও

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্র্যাকের গ্রাহকদের সহায়তা না দেয়ায় ব্র্যাকের দোলারবাজার ব্রাঞ্চের সামনে বিক্ষোভ ও অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। গত বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক কার্যালয়ের সামনে শতাধিক মহিলা গ্রাহক গ্রাহক ঘেরাও কর্মসূচি পালন করে। এসময় তারা ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন। এছাড়া তারা এককালীন নগদ অর্থ সহায়তা, দীর্ঘ মেয়াদী সুদমক্ত ঋণ, চলমান কিস্তি মওকুফ সহ বিভিন্ন দাবি করেন। এ সময় দোলারবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী গ্রাহকদের মধ্যে আম্বিয়া বেগম, পিয়ারা বেগম, আয়শা বেগম, রহিমা আক্তার, জমিলা খাতুন, ফিরোজা বেগম, খুদেজা বেগম, সমছুন্নেছা, মায়া বেগম, আম্বিয়া খাতুন, মনোয়ারা বেগম, আয়েশা আক্তার, নিয়তি রানী দাস, সুধা রানী দাস, নুরজাহান বেগম, নেহারুন নেছা, শেলী রানী দাস, সুশান্তি বৈদ্য, গুলবাহার বেগম, শাহানারা বেগম, সালেহা খাতুন, সায়রা বেগম, দিলারা বেগম, জুবেদা খাতুন, জাহানারা বেগম, ফুল নাহার, ল²ী রানী দাস, ছায়ারুন নেছা, আনোয়ারা বেগম, হাসনা বেগম,শাহানা আক্তার, মর্জিনা বেগম, শবনম বেগম, তেরাবান নেছা, আলেয়া বেগমসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন। এ ব্যাপরে দোলারবাজার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সাত্তার জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র গ্রাহকদের মধ্যে এ ব্রাঞ্চ থেকে ৯শ’ জনের একটি তালিকা দেয়া হয়েছিল। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে তালিকা বাতিল করে দেন। কোন সহায়তা আসলে গ্রাহকদের প্রদান করবেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ