Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিপণ দিয়ে বাড়ী ফিরলো ৬ জেলে

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে বনদস্যু বড় ভাই বাহিনীর কবল থেকে মুক্তিপনের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে মুন্সিগঞ্জ ইউনিয়নে যতীন্দ্র নগর গ্রামের ৬ জেলে। গত শুক্রবার সকাল ৭টার দিকে অন্য একটি কাকড়া নৌকাযোগে জেলেরা বাড়িতে ফেরে। এর আগে জেলেদের সুন্দরবনে পাটকোষ্টা সংলগ্ন দুনে এলাকায় জেলেদের মুক্তি দেয়। তবে, মুক্তি পেতে বড় ভাই বাহিনীকে ১ম দফায় নগদ ১ লাখ টাকা ও পরবর্তীতে ০১৮৫৫-৬৯৭২৩৮ নম্বর বিকাশ এজেন্ট এর মাধ্যমে ৩০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালি গ্রামের হযরত আলীর ছেলে শাহাজান জানায়, কৈখালি বন অফিস হতে গত ১৫ মে অনুমতি নিয়ে সুন্দরবনে মান্দার বাড়িয়া খালে মাছ ধরার সময় রাত ৮টার দিকে বনদস্যু বড় ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে। পরবর্তীতে পারিবারিক দেনদরবারে ১ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করে জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এখনও ওই বাহিনীর কব্জায় ১২/১৩ জন জেলে জিম্মি অবস্থায় আছে বলে জানা যায়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মাকছুদুর রহমান বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ