Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব শত্রুতার জেরে ওষুধ দিয়ে কৃষকের পাটক্ষেত নষ্ট

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় পূর্ব শত্রুতার জের ধরে আগাছা ছত্রাক নাশক ওষুধ দিয়ে সাড়ে চার বিঘা জমির পাট ক্ষেত নষ্ট করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার বোদা সদর ইউনিয়নের কান্তমনি মন্নাপাড়া গ্রামের বর্গাচাষী মোজাহারুল ও রওশন আলীর পাট ক্ষেতে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা পাট ক্ষেত পরিদর্শন করে এসেছেন। তারা বলছেন অতিরিক্ত পরিমানে আগাছা ও ছত্রাক নাশক ওষুধ ব্যবহারের কারণে পাট ক্ষেত নষ্ট ও শুকিয়ে যাচ্ছে। বগাচাষী মোজাহারুল ও রওশান আলী জানান, প্রতিদিনের ন্যায় তারা সকালে পাট ক্ষেত দেখতে গেলে দেখেন যে পাটের আগাল গুলো ঝেমেরে গেছে। দুপুর না হতেই সব পাট গাছ গুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তারা বলেন আমরা বর্গা চাষী কৃষক অন্যান্যের জমি বর্গা নিয়ে চাষ করি। এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাদের ভাল কিছু চায় না। একারণে তারা রাতের আধারে আমাদের পাট ক্ষেত গুলো আগাছা নাশক ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে তারা আইননানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ